ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাইলস ও স্যানিটারি পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহার চায় বিসিএমইএ

প্রকাশিত: ১৯:০৩, ১ মার্চ ২০২১

টাইলস ও স্যানিটারি পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহার চায় বিসিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানিতে আন্ডার ইনভয়েসিং জনিত শুল্ক ফাঁকি রোধে ন্যূনতম ট্যারিফ মূল্য হালনাগাদের পাশাপাশি দেশীয় টাইলস ও স্যানিটারি পণ্যের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারসহ আগামী ৫ বছরের জন্য কর অবকাশ সুবিধা দাবি করেছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপােটার্স অ্যাসােসিয়েশন (বিসিএমইএ)। সোমবার বিকেলে এনবিআরের প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনায় বিসিএমইএ'র পক্ষ থেকে এ প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা। প্রস্তাবনায় তিনি বলেন, দেশীয় সিরামিক শিল্পখাতের সুরক্ষায় কাঁচামাল আমদানিতে ময়েশ্চার সমন্বয়ে কাঁচামাল ও উপকরণের ওপর থেকে আমদানি শুল্ক কমানো, বিদেশ থেকে তৈরি সিরামিক পণ্য আমদানিতে আন্ডার-ইনভয়েসিং জনিত কারণে শুল্ক ফাঁকি রোধে ন্যূনতম ট্যারিফ মূল্য হালনাগাদ করা জরুরি। দেশীয় টাইলস ও স্যানিটারি পণ্যের উৎপাদন পর্যায়ে আরােপিত সম্পূরক শুল্ক যথাক্রমে ১৫ ও ১০ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার এবং মূসক ও আয়কর আইনের কতিপয় বিধান সংশােধনের প্রস্তাব করেন তিনি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, কাঁচামাল ও প্রযুক্তিতে সমৃদ্ধ দেশগুলাের সঙ্গে অভ্যন্তরীণ ও রপ্তানি বাজারে অসম বাণিজ্য প্রতিযোগিতা থেকে দেশীয় সিরামিক শিল্পকে রক্ষা ও এর প্রসারের সহায়তায় এবং দেশে সিরামিক শিল্প বিপ্লবের মাধ্যমে বঙ্গবন্ধুর সােনার বাংলা গড়ার প্রত্যয়ে অংশীদার হতে প্রস্তাব বিবেচনার জন্য অনুরােধ জানাচ্ছি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এরইমধ্যে দেশি বিদেশি প্রায় ৯ হাজার কোটি টাকা বিনিয়ােগে ৬৮টি সিরামিক শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। দেশীয় উৎপাদক পণ্য রপ্তানি করে দেশের জন্য যেমন মূল্যবান বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম, তেমনি ক্রমান্বয়ে তৈরি পণ্যের আমদানি হ্রাস পাওয়ায় কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার অপচয় রােধ হচ্ছে। এ অবস্থায় কাঁচামাল ও প্রযুক্তিতে সমৃদ্ধ দেশগুলাের সঙ্গে অভ্যন্তরীণ ও রপ্তানি বাজারে অসম বাণিজ্য প্রতিযোগিতা থেকে দেশীয় সিরামিক শিল্পকে প্রসারের সহায়তায় প্রস্তাব বিবেচনার জন্য অনুরােধ জানান তিনি। আলোচনা সভায় সংগঠনের সভাপতি সিরাজুল আরও বলেন, সম্ভাবনাময় উদীয়মান এ শিল্পের উৎপাদনকারী কারখানাগুলোকে কর অবকাশ সুবিধার অন্তর্ভুক্তির যােগ্য। আগামী ৫ বছর কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাব করছি। এতে করে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে, যার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডসহ কর্মসংস্থান বাড়বে বলে মনে করি। আলোচনা সভার সভাপতি এনবিআর চেয়ারম্যান আবু মো. রহমাতুল মুনিম বলেন, আমাদের দেশে ১৯৯২ সালে সিরামিক শিল্পের যাত্রা শুরু হয়। এনবিআরের সাপোর্টের কারণে সিরামিক শিল্প আজকের এই অবস্থানে এসেছে। দেশীয় চাহিদা পূরণ করে তারা এখন রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে উঠেছে। কোনো শিল্প যদি এগিয়ে যায় সেক্ষেত্রে এনবিআর দেশীয় শিল্প সুরক্ষায় সহায়তার হাত বাড়াবে সব সময়। সভায় এনবিআরের আয়কর, শুল্ক ও ভ্যাট শাখার সদস্যসহ এনবিআর ও সিরামিক শিল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×