ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এরশাদের জন্মদিন উপলক্ষে ট্রাস্টির মাসব্যাপী কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ১৭:৫৪, ১ মার্চ ২০২১

এরশাদের জন্মদিন উপলক্ষে ট্রাস্টির মাসব্যাপী কর্মসূচী ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২০ মার্চ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড। সোমবার বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ কর্মসূচীর কথা জানান। কর্মসূচীর মধ্যে রয়েছে ১মার্চ থেকে ৩১ মার্চ পর্য›ত প্রতিদিন রংপুর পল্লীনিবাসে কোরআান খতম, দোয়া মাহফিল ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হবে। সোমবার রাজধানীর হাইকোর্ট মাজারে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়া ১৯ মার্চ বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই স্থানে ২০ মার্চ এরশাদের জন্মদিন উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সভা শেষে কেক কাটা হবে। ২১ মার্চ সারাদেশে সকল মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জাপার সংবাদ সম্মেলন ॥ পৌরসভা সহ চলমান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল জাতীয় পার্টি। বেলা ১২ টায় রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন জাপা চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সহ কেন্দ্রীয় নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পঞ্চমদফা পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে দলে যারা মনোনয়ন পেয়েছিলেন তাদের মধ্যে মাত্র দুইজন নির্বাচিত হয়েছেন। তাছাড়া জাপার ঘাটি হিসেবে পরিচিত বৃহত্তর রংপুরে দলের অবস্থা একেবারেই বেহাল। সেখানে সব ধরণের নির্বাচনে জাপার প্রার্থীরা একেবারেই ধরাশায়ী। সংসদীয় আসনগুলো চলে গেছে ক্ষমতাসীন দলের দখলে। এই পেক্ষপটে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় জাতীয় পার্টি। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, সংবাদ সম্মেলনে বিভিন্ন এলাকায় দলের প্রার্থীদের অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাড়ানোর অভিযোগ আনতে পারে দলটি। সেইসঙ্গে আগামী নির্বাচনে জাপার অবস্থান সম্পর্কেও আভাস দিতে পারে জাতীয় পার্টি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জাতীয় পার্টির অংশ নেয়ার ঘোষণা আসতে পারে সংবাদ সম্মেলন থেকে।
×