ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে ইলিশের অভয়াশ্রমে অভিযান ॥ সাতজন আটক

প্রকাশিত: ১৬:১০, ১ মার্চ ২০২১

বরিশালে ইলিশের অভয়াশ্রমে অভিযান ॥ সাতজন আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইলিশের অভয়াশ্রমগুলোতে জেলা মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে সোমবার দুপুর পর্যন্ত সাতজনকে আটক করেছেন। এরমধ্যে সকাল সাড়ে আটটার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার বাগরজা নদী থেকে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে চারজনকে আটক করে কোস্টগার্ড। এসময় প্রচুর পরিমাণে কারেন্ট জাল উদ্ধার করা হয়। এর আগে মধ্যরাতে নগরীর রূপাতলী দপদপিয়া এলাকা থেকে জাটকা পরিবহন করায় তিনজনকে আটক করে নৌ-পুলিশের সদস্যরা। তিনজনের মধ্যে দুই জনকে ২০ দিনের কারাদন্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, সরকারের নির্দেশনা অনুসারে আগামী দুই মাস এই অভিযান চলবে। বরিশালের মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীর ৮২ কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রম রয়েছে।
×