ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভৈরবে ভুল চিকিৎসায় গর্ভবতি মায়ের মৃত্যুর অভিযোগে ॥ হাসপাতাল ভাংচুর

প্রকাশিত: ১৬:০৯, ১ মার্চ ২০২১

ভৈরবে ভুল চিকিৎসায় গর্ভবতি মায়ের মৃত্যুর অভিযোগে ॥ হাসপাতাল ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ সোমবার সকালে ভৈরবে ভুল চিকিৎসায় গর্ভবতি মায়ের মৃত্যুর অভিযোগ শহরের সম্ভুপুর এলাকার সাজেদা-আলাল জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের হামলা ভাংচুর করে। গর্ভবতি মহিলার নাম রাশেদা বেগম (২৮)। ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি মধ্যপাড়া গ্রামের আবুল বাশারের স্ত্রী। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাশেদা বেগমের স্বামী আ,লীগ নেতা আবুল বাশার অভিযোগ করে জানায়, আমার গর্ভবতি স্ত্রী সুস্থ অবস্থায় রবিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছে।এক সপ্তাহ আগে আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালের ডাক্তার নাহিদা নাজনীনের কাছে আসলে তিনি আল্টোসনোগ্রাফ করে জানান রোগী ভাল আছে। তাকে রবিবার রাতে হাসপাতালে সিজার করতে ভর্তি করা হয়। সোমবার সকালে আমার স্ত্রী সুস্থ অবস্থায় হেঁটে অপারেশন থিয়েটারে প্রবেশ করে। চিকিৎসক কিছু ঔষধ আনতে বলেন। ফার্মেসী থেকে ঔষধ এনে দেয়ার পর ডাঃ নাহিদা নাজনীন সকাল সাড়ে ১০ টায় অপারেশন শুরু করে। ডাঃ আবদুল্লাহ -আল মামুন অপারেশনের সময় এনেস্থেসিয়া দেয়। তিনি বলেন ২০ মিনিট পর ডাক্তার আমাকে জানায়, সিজার করার পর ভুমিষ্ট শিশু ভাল আছে, তবে মাকে ঢাকায় পাঠাতে হবে। তার অবস্থা ভাল নয়। একথা শুনার পর আমি দ্রুত অপারেশন থিয়েটারে গিয়ে দেখি আমার স্ত্রী জীবিত নেই। তিনি এসময় অভিযোগে জানান, আমি জানতে পারি অপারেশনের সময় এসেস্থিসিয়া ভুল করার কারনে রাশেদা মারা গেছে। এবিষয়ে হাসপাতালের ডাক্তার নাহিদা নাজনীনের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পর পর হাসপাতালের ম্যানেজার, নার্স ও অন্যান্য কর্মচারীরা পালিয়ে যাওয়াই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
×