ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে মেঘনায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১:৩৫, ১ মার্চ ২০২১

লক্ষ্মীপুরে মেঘনায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে মেঘনা নদীতে আগামী দুইমাস ১মার্চ থেকে ৩০এপ্রিল পর্যন্ত ইলিশসহ সকল ধরণের মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। ছোট ইলিশ (জাটকা) সংরক্ষন ও মৎস্য সম্পদের উন্নয়নের উন্নয়নের জন্য সরকার এ নিষেধাজ্ঞা জারি করেছে বলে জেলা মৎস কর্মকর্তা বেলাল হোসেন জানিয়েছেন। তিনি জানান, এদিন (আজ) রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়। নিষেধাজ্ঞার আওতায় নদীতে জাল বা যেকোনো উপায়ে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। যার ফলে উপকূলীয় এলাকার সকল বরফ কলের বৈদ্যুতিক সংযোগ কেটে দেয়ার কার্যক্রম চলছে। ১১টি উপকূলীয় জেলার ২২টি স্থানে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ নিষেধাজ্ঞা চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপরের রামগতির শেষ সীমানা প্রায় এক’শ কি.মি. এলাকা বলবৎ করা হয়েছে। মৎস্য বিভাগ জানিয়েছে চলতি বছর লক্ষ্মীপুরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ (বিশ) হাজার মে.টন। যার বাজার মূল্য ৫০০টাকা কেজি ধরে এক হাজার এক’শ কোটি টাকা। গত বছর ইলিশ উৎপাদন হয়েছে ২১ হাজার ৩৫ মে.টন। গত বছর ই কার্যক্রম সফল হওয়ার ফলে প্রায় সারাবছরই মেঘনায় ইলিশ পাওয়া যায়। নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, মৎস অফিস, পুলিশ ও কোষ্টগার্ড নিয়োজিত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে সরকার জেল জরিমানাসহ দুইটি দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
×