ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উত্তরা থেকে আগারগাঁও দৃশ্যমান মেট্রোরেল

প্রকাশিত: ২২:৪৭, ১ মার্চ ২০২১

উত্তরা থেকে আগারগাঁও দৃশ্যমান মেট্রোরেল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল এখন দৃশ্যমান। রবিবার সকালে এই রুটের ৩৭৫ ও ৩৭৬ পিলারের ওপর প্রথম ধাপের শেষ ভায়াডাক্ট বসানো হয়েছে। এরপরই দৃশ্যমান হয়ে ওঠে প্রায় ১২ কিলোমিটার ভায়াডাক্ট। দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা ভায়াডাক্ট বসানোর সময় উপস্থিত ছিলেন। মেট্রোরেল দৃশ্যমান হয়ে ওঠায় স্বস্তি প্রকাশ করে এমএএন সিদ্দিক বলেন, এই মুহূর্তটি আমাদের জন্য খুবই আনন্দের। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে ২২ হাজার কোটি টাকায়। পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, মেট্রোরেলের প্রথম ধাপ উত্তরা থেকে আগারগাঁও আগামী ডিসেম্বরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মেট্রোরেলের প্রথম ধাপ ডিসেম্বরে শুরু হতে পারে কিনা এমন প্রশ্নে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, দেশে মেট্রোরেল আসার পর জানানো হবে। মেট্রোরেল আগামী এপ্রিলে আসতে পারে। এদিকে কথা বলে জানা গেছে, ২০১৬ সালে হোলি আর্টিজানে জঙ্গী হামলার পর কাজ ছয় মাস পিছিয়েছিল। এবার করোনার প্রভাবটা আরও সুদূরপ্রসারী। ২০১৬ সালে হোলি আর্টিজানে জঙ্গী হামলার পর কাজ ছয় মাস পিছিয়েছিল। মাটি থেকে প্রায় ১৩ মিটার ওপরে এই উড়ালসড়ক। বিদ্যুত সঞ্চালনের খুঁটি বসেছে। চলছে রেললাইন স্থাপনের কাজ। এরপর এই পথ দিয়েই চলবে ঢাকার প্রথম মেট্রোরেল।
×