ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনাকালে কিছু ওষুধের কার্যকারিতা

প্রকাশিত: ২২:৪৬, ১ মার্চ ২০২১

করোনাকালে কিছু ওষুধের কার্যকারিতা

* কাজ করেছিল। ওষুধগুলো কাজ করেছিল। * আমরা আইভারম্যাকটিন, ডক্সিসাইক্লিন ও এজিথ্রোমাইসিনের কথা বলছি। * জ্বর কাশি, গলাব্যথার ৪ দিনের মধ্যে যেসব রোগী এসব ওষুধ সেবন করেছিল, তাদের ক্ষেত্রে ফল ভাল ছিল। * তাদের মধ্যে অনেকে ডায়াবেটিস, হার্টের রোগেও আক্রান্ত ছিল। * যাদের মধ্যে কাশি বেশি ছিল তাদের ক্ষেত্রে যোগ করা হয়েছিল মনটেলুকাস্ট। * আরও একটি ওষুধ রিভারেক্স ১০ মি. গ্রা. এক মাস খেতে দেয়া হয়েছিল। * এসব ওষুধের ফল অতি উন্নাসিকতা দিয়ে হটিয়ে দেয়া ঠিক হবে না। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×