ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে আরও ৮ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:৫৬, ১ মার্চ ২০২১

করোনায় দেশে আরও ৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হার কমেছে, বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৫ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৮৪০৮ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৮১৭ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪১১ টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ লাখ ৪৪ হাজার ২৭টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৮৭ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৯০ দশমিক ৯৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের কারণে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষায় ‘পজিটিভ হওয়ার কোন সম্ভাবনা নেই।’ চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে ব্যবহৃত কোভিশিল্প ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণের ন্যূনতম ছয় সপ্তাহ পর থেকে সর্বোচ্চ প্রতিরোধে ক্ষমতা তৈরি করা হয়। তাই এই সময় যথাযথ স্বাস্থ্যবিধিঘ মেনে না চললে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। ভ্যাকসিন গ্রহণের পূর্বে ও পরেও মাস্ক ব্যবহারসহ অন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।
×