ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না মৌনতা‘র

প্রকাশিত: ২১:০০, ২৮ ফেব্রুয়ারি ২০২১

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না মৌনতা‘র

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥চট্টগ্রামের সীতাকুন্ডে বাসের ধাক্কায় শামস তাহিয়াত মৌনতা (১৬)নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। রবিবার সকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে উপজেলার ভাটিয়ারীতে এঘটনা দুর্ঘটনা ঘটলে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে দুপুর ১২টায় মৃত্যুবরণ করেন । মৌনতা বাংলাদেশ মেলিটারী একাডেমী (বিএমএ) স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী ও সোনাইছড়িস্থ রাজা কাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার ও বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ফেরী ঘাটের ম্যানেজার সেলিম উল্লা”র কন্যা। জানা যায়, স্কুল ছাত্রী মৌনতা ভাটিয়ারি এলাকায় প্রাইভেট পড়া শেষে কাসেম জুট মিলসস্থ ওয়ান ব্যাংক এলাকায় নিজ বাসায় আসার জন্য একটি গাড়িতে উঠার চেষ্টা করেন। এ সময় পিছন দিক থেকে অপর একটি মিনি বাস “সীতাকু-ের চাকা” তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্বকভাবে আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মৃত্যুবরণ করে। এ বিষয়ে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো.আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“দূর্ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস ও চালককে আটক করেন।”
×