ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে পুলিশ হত্যা দিবস পালিত

প্রকাশিত: ১৮:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২১

সুন্দরগঞ্জে পুলিশ হত্যা দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ পুলিশ হত্যা দিবস উপলক্ষে গাইবান্ধার বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রে আজ রবিবার নিহতদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে আর্থিক সহায়তাদান কর্মসূচী পালন করা হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যু দন্ডাদেশের প্রতিবাদে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোটা সুন্দরগঞ্জে তান্ডবলীলা চালায়। তারা রাস্তার ধারে গাছ কেটে সড়কে বেরিকেড সৃষ্টি এবং বামনডাঙ্গা রেল স্টেশন ও রেললাইনে আগুন লাগিয়ে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারা এসময় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর এবং চার পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে। নিহতদের স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও পুলিশ হত্যা দিবস উপলক্ষে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র চত্বরে কর্মসূচী পালিত হয়। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. আউয়াল হোসেন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আফরোজা বারী প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ সুপার ৪ শহীদ পুলিশ সদস্যদের ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
×