ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি ॥ ফখরুল

প্রকাশিত: ১৭:১৮, ২৮ ফেব্রুয়ারি ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেবে না বিএনপি। রবিবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচনে দলের অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা জানান। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের এজেন্ডা বাস্তবায়ন করাই এই নির্বাচন কমিশনের কাজ। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা মনে করেছিলাম সরকার সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন করার ব্যবস্থা করবে। এ ছাড়া বর্তমান নির্বাচন কমিশনও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবেন। কিন্তু এখন পর্যন্ত স্থানীয় সরকারের যত নির্বাচন যা হয়েছে তা হতাশাজনক। তাই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামীতে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে অংশ গ্রহন না করার । আমরা দল থেকে কাউকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী করবো না। মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রের বিশ্বাস করে বলেই চরম প্রতিকূল অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশ গ্রহন করে। কিন্তু সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে, এই নির্বাচন কমিশনের কোনো নির্বাচনই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে করার যোগ্যতা নেই। আর এ কারনেই আমরা সামনের ইউপি নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইউপি ছাড়া অন্য নির্বাচনগুলোতে আপনারা অংশ নেবেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, অন্য কোন নির্বাচনেও অংশ না নেয়ার সিদ্ধান্ত হলে তা পরে জানাবো। ফখরুল বলেন, এ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগনের সাংবিধানিক অধিকার, অন্যায়ের প্রতিবাদ করা বা তাদের মত প্রকাশ করার অধিকার ক্ষুন্ন করছে। এর জন্যে যতগুলো আইন করেছে তার মধ্যে নিকৃষ্টতম আইন হচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইন। এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার জনগনের মত প্রকাশের স্বাধীনতা দিতে নারাজ। এ আইনের মাধ্যমে সরকার কোনোভাবেই জনগনের সাংবিধানিক অধিকার দিতে রাজি নয়। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
×