ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যানজট এড়াতে ট্রাফিক সার্জেন্ট নিয়োগের দাবি

প্রকাশিত: ১৬:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১

যানজট এড়াতে ট্রাফিক সার্জেন্ট নিয়োগের দাবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ জেলার সাপাহার উপজেলার আয়তন ২৪৪.৪৯বর্গ কিলোমিটার, জনবসতী২০১১সালের আদমশুমারী অনুযায়ী ১লাখ ৬১হাজার ৭৯২জন। তবে অভিজ্ঞ মহলের ধারণামতে বর্তমানে লোকসংখ্যা প্রায় আড়াই লাখ ছাড়িয়ে যাবে। বর্তমানে খোদ উপজেলা সদরে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বিভিন্ন ব্যবসায়ী ও লেখা পড়া করতে আসা লোকজনসহ প্রায় ১ লাখ মানুষ সদরেই বসবাস করছেন বলে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আকবর আলী জানিয়েছেন। বর্তমানে সরকারের ডিজিটাল উন্নয়নের ছোঁয়ায় উপজেলা সদরটি এখন শিক্ষা নগরীতে পরিণত হয়েছে। এই উপজেলা সদরে রয়েছে বৃহত্তম দু’টি বিদ্যাপিঠ সাপাহার সরকারী ডিগ্রী কলেজ ও মহিলা ডিগ্রী কলেজ। এছাড়া ৫টি উচ্চ বিদ্যালয় ২টি বালিকা উচ্চ বিদ্যালয়, ৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩টি ট্যাকনিক্যাল ও ভকেশণাল উচ্চ বিদ্যালয় ও কলেজ ৮/১০টি বে-সরকারী প্রাথমিক/কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। কলেজগুলিতে বেশ কয়েকটি বিষয়ের ওপর অনার্স কোর্স চালু রয়েছে। নওগাঁ জেলার কৃতি সন্তান বর্তমান সরকারের খাদ্য মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির একান্ত প্রচেষ্টায় সাপাহার উপজেলাকে অর্থনৈতিক অঞ্চল এবং সাপাহারের জন্য এই জেলাকে আমের বানিজ্যিক রাজধানী ঘোষনা করা হয়েছে। উপজেলাটি সীমান্ত ঘেঁষা হলেও এই উপজেলার ওপর দিয়ে গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জের সবকটি উপজেলা সহ উত্তরের জেলা দিনাজপুর ও রংপুর শহরে যোগাযোগের সুগম সড়ক পথ রয়েছে। ফলে উপজেলাটির গুরুত্ব আরোও বেড়ে গেছে। এছাড়া উপজেলা সদরের অতি গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট থেকে চার দিকে চারটি রাস্তা বের হয়ে গেছে। প্রতিদিনের অধিকাংশ সময় এই জিরো পয়েন্টে যানজট লেগেই থাকে। যার ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা, বাজারে বাজার করতে আসা লোকজন, সরকারী কর্মচারীরা সহ প্রতিটি সেক্টরের মানুষ নিজ নিজ গন্তব্যে পৌঁছতে অধিক সময় লেগে যায়। রাস্তায় চলাচলকারী অসংখ্য ভ্যান, অটো ভ্যান, ব্যাটারী চালিত ইজিবাইকসহ বিভিন্ন ধরনের ভটভটি চালকদের কোন প্রশিক্ষন না থাকায় তারা রাস্তার ট্রাফিক আইন বুঝেনা। ফলে হরহামেশা দুর্ঘটনা ও যানজট লেগেই থাকে। যানজট কিছুটা লাঘবের জন্য বর্তমানে সাপাহার থানার উদ্যোগে সাময়িকভাবে এই জিরো পয়েন্টে একজন পুলিশ দেয়া হলেও উপজেলার অভিজ্ঞ মহলসহ সর্বস্তরের জনসাধারণ অচিরেই এই গুরুত্বপূর্ণ জিরো পয়েন্টের যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে তড়িৎগতিতে এখানে স্থায়ীভাবে একজন ট্রাফিক সার্জেন্ট নিয়োগ অথবা পথচারীদের অবাধে পথ চলাচলের জন্য চার রাস্তায় চারমুখী একটি ওভার ব্রীজ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
×