ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় দূতাবাসের প্রতিনিধি দল বরিশাল পরিদর্শন

প্রকাশিত: ১৫:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১

ভারতীয় দূতাবাসের প্রতিনিধি দল বরিশাল পরিদর্শন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মার্চ মাসে বাংলাদেশ সফরে আসার পর বরিশাল সফর করার সম্ভাবনা রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের এই প্রধানমন্ত্রীর বরিশাল সফরের সম্ভাবনা থাকায় ইতোমধ্যে ভারতীয় দূতাবাসের নয় সদস্যের একটি প্রতিনিধি দল বরিশালের উজিরপুর উপজেলা পরিদর্শন করেছেন। এখানকার সুগন্ধা শক্তি পীঠ পরিদর্শনে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। আজ রবিবার সকালে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস জানান, ভারতীয় হাইকমিশনের সহকারী হাই কমিশনার রাজশাহী সঞ্জীব কুমার ভাটির নেতৃত্বে প্রতিনিধি দল শুক্রবার দুপুরে উপজেলার শিকারপুরে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সতীপীঠ সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাবনা রয়েছে। বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। জেলা প্রশাসনের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরিশাল সফরের সম্ভাবনার থাকায় হাইকমিশনের প্রতিনিধিরা পূর্বেই স্থানগুলো পরিদর্শন করছেন। সে অনুযায়ী ওই প্রতিনিধিদল ইতোমধ্যে গোপালগঞ্জ, বরিশাল, টুঙ্গিপাড়া, ওড়াকান্দি ঠাকুরবাড়ি, খুলনা, কুষ্টিয়ার শিলাইদহ, বাঘা যতীনের পৈতৃক ভিটা পরিদর্শন করেন। এরমধ্যে শুক্রবার প্রতিনিধি দল বরিশালের উজিরপুরের সুগন্ধা শক্তি পীঠ, টুঙ্গিপাড়া ও ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন।
×