ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বিআরটিএ সেবা সপ্তাহ শুরু

প্রকাশিত: ১৪:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২১

নীলফামারীতে বিআরটিএ সেবা সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে জেলায় বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কর্মসূচীর উদ্বোধন করেন। পরে জেলায় ফিতা কেটে সেবা সপ্তাহের শুভ সূচনা করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় সেবাগ্রহনকারীদের মধ্যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএর নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস, মোটরযান পরিদর্শক নুরুল ইসলাম। সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস জানান, আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত এই সেবা সপ্তাহ চলবে। এ সময়ে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং অনলাইনে মোটরসাইকেল নিবন্ধন করা যাবে।
×