ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটক ‘শ্বশুরের ফেসবুক’

প্রকাশিত: ০০:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২১

নাটক ‘শ্বশুরের ফেসবুক’

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শামীম জামান। নিয়মিত নাটক পরিচালনা ও অভিনয় করছেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নির্মাণ করেছেন নাটক ‘শ্বশুরের ফেসবুক’। রুহুল আমিন পথিকের রচনায় অভিনয়ের পাশাপাশি নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীম জামান নিজেই। তার বিপরীতে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী সামিনা বাশার। এতে আরও অভিনয় করেছেন সাবরিনা তন্নী, হেদায়েত নান্নু, মারুফ, জিসান প্রমুখ। সম্প্রতি পূবাইলের বিলভিলায় নাটকটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। নাটক প্রসঙ্গে শামীম জামান বলেন, গল্পে দেখা যাবে শ্বশুর ফেসবুক খুলে সারাদিন মেয়েদের সঙ্গে চ্যাটিং করে। একটা সময় মেয়েদের নিয়ে কল্পনায় চলে যায়। ফেসবুক নিয়ে তার সব সময় আজেবাজে চিন্তা। সবাইকে ছবি পাঠিয়ে লাইক-কমেন্ট করার অনুরোধ করেন। বয়সের তুলনায় গতিবিধি পরিবর্তন হয়ে যায়। এভাবেই গল্পটি এগিয়ে যায়। নাটকে ফেসবুকের অপ্রব্যবহার সম্পর্কে বার্তা দেয়া হয়েছে। অচিরেই নাটকটি একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। আশা করছি দর্শকদের ভাল লাগবে। সামিনা বাশার বলেন, শামীম জামান মামার সঙ্গে প্রথমবার কাজ করলাম তাও আবার তার বিপরীতে। তিনি অত্যন্ত মেধাবী নির্মাতা ও অভিনেতা।
×