ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে বিপাশা কবির

প্রকাশিত: ০০:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২১

দুই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে বিপাশা কবির

সংস্কৃতি ডেস্ক ॥ নতুন দু’টি সিনেমায় বলা যায় একসঙ্গেই কাজ করছেন চিত্রনায়িকা বিপাশা কবির। একটি আকাশ আচার্য’র ‘পরাণে পরাণ বান্ধিয়া’ এবং অন্যটি রেজা হাসমতের ‘জেদী মেয়ে’। দুটি সিনেমারই গল্প মূলত তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। ‘পরাণে পরাণ বান্ধিয়া’ সিনেমায় বিপাশা কবির একজন হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করছেন। তারই ভাষ্যমতে এই ধরনের চরিত্রে এর আগে তার কখনই সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি। অন্যদিকে ‘জেদী মেয়ে’ সিনেমায় জেদী মেয়েটাই তিনি। জেদ-এর কারণে সে সবকিছু করতে পারে। ‘পরাণে পরাণ বান্ধিয়া’ সিনেমার কাজ শুরু হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি থেকে। অন্যদিকে ‘জেদী মেয়ে’ সিনেমার কাজ শুরু হয়েছে গত শুক্রবার অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি থেকে। বিপাশা কবির জানান, দুটো সিনেমার শূটিংই একসঙ্গে হচ্ছে, সিডিউল সবার সঙ্গে সমন্বয় করেই দ্রুতগতিতে নির্মাণ কাজ এগিয়ে চলছে। ‘পরাণে পরাণ বান্ধিয়া’ এবং ‘জেদী মেয়ে’ এই দুটো সিনেমার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গুণী চলচ্চিত্র পরিচালক রায়হান মুজিব। দুটি সিনেমাই নির্মিত হচ্ছে ‘শাপলা মিডিয়া’র ব্যানারে। দুটো সিনেমাতে কাজ করা প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘নিঃসন্দেহে একসঙ্গে দুটি সিনেমায় কাজ করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার।
×