ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের পদক্ষেপ চান মিয়ানমারের রাষ্ট্রদূত

প্রকাশিত: ০০:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২১

জাতিসংঘের পদক্ষেপ চান মিয়ানমারের রাষ্ট্রদূত

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ মো তুন দেশটিতে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জাতিসংঘকে কার্যকর যে কোন পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের জেনারেল এ্যাসেম্বলিতে তুন বলেন যে, তিনি সুচির সরকারের পক্ষে কথা বলছেন। তিনি জাতিসংঘকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের সুরক্ষার জন্য প্রয়োজনীয় কোন উপায় বের করার জন্য আবেদন জানান। কিয়াউ মো তুন বলেন, অবিলম্বে সামরিক অভ্যুত্থানের অবসান, নিরপরাধ জনগণের ওপর নিপীড়ন বন্ধ করতে আরও কঠোর সম্ভাব্য পদক্ষেপের প্রয়োজন রয়েছে। -রয়টার্স
×