ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাওরান বাজারের টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২৩:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২১

কাওরান বাজারের টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাওরান বাজারের টিনশেডের হাসিনা মার্কেটে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টা দিকে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে প্রায় ৪০টি ছোট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বললেন, জনতা টাওয়ারের পাশে রাত ৯টার দিকে টিনশেডের এ মার্কেটের সামনের বাম পাশের একটি দোকান থেকে আগুন লাগে। এতে সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। দ্রুত আগুন চারদিকে ছড়াতে থাকে। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তেজগাঁও ও মোহাম্মদপুর কার্যালয় থেকে চারটি ইউনিট সেখানে যোগ দেয়। পরে যোগ দেয় আরও চারটি ইউনিট। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকার গুরুত্বপূর্ণ এ বাজারে আগুন লাগায় রাতে সেখানে উৎসুখ মানুষ ভিড় জমায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেয়। মার্কেটের পাশের তিনটি ভবনের বিদ্যুত বিচ্ছিন্ন করা হয়। একাধিক ভবনের বিদ্যুত বিচ্ছিন্ন করা হয়। মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন, মসলাসহ একাধিক পণ্যের দোকান ও আড়ত আছে। এছাড়াও কয়েকটি হোটেলও আছে। কিভাবে আগুন লেগেছে তা তারা জানাতে পারেননি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি পরে জানানো হবে।
×