ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবশেষে অবসরে ইউসুফ

প্রকাশিত: ২৩:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১

অবশেষে অবসরে ইউসুফ

স্পোর্টস রিপোর্টার ॥ ইউসুফ পাঠান ভারতের হয়ে শেষ খেলেছেন নয় বছর আগে। ৩৮ বছর বয়সি অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটেও নেই গত এক বছর। পারফর্মেন্সে ভাটার টান। সব মিলিয়ে ইউসুফের উপলব্ধি, ইতি টানার সময় হয়ে গেছে। নিয়ে ফেললেন চূড়ান্ত সিদ্ধান্ত, ভারতের হয়ে দুটি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বিদায় বলে দিলেন সব ধরনের ক্রিকেটকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ইউসুফ লিখেছেন,‘সারাজীবন ভালবাসা এবং সমর্থনের জন্য আমার পরিবার, বন্ধু, সমর্থক, দল, কোচসহ সকলকে ধন্যবাদ। আমার জীবনের এই ইনিংসে এবার দাঁড়ি বসানোর সময় এসে গেছে। সকল ফরমেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করছি। ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জেতা এবং শচীন টেন্ডুলকরকে কাঁধে তোলা আমার জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।’ ২০০৭ সালে টি২০ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ইউসুফ পাঠান। ২০০৭-২০১২ পর্যন্ত খেলেছেন ৫৭ ওয়ানডে ও ২২টি টি২০। আইপিএলে ইউসুফের সাফল্য দারুণ নজরকাড়া।
×