ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্চের মধ্যে দেশের ৩ কোটি মানুষ ভ্যাকসিন পাবেন ॥ হানিফ

প্রকাশিত: ২১:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২১

মার্চের মধ্যে দেশের ৩ কোটি মানুষ ভ্যাকসিন পাবেন ॥ হানিফ

স্টাফ রিপোর্টার ॥ সংবাদমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে অভিহিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘করোনা মহামারীর কারণে এক বছর ধরে বিশ্ব বিপর্যস্ত। বিশ্বের প্রভাবশালী অনেক দেশ এটা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খেয়েছে। যুক্তরাষ্ট্রের মতো দেশে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। অগণিত মানুষ মারা গেছেন। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভাল অবস্থায় আছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই এমনটা সম্ভব হয়েছে।’ হানিফ জানান, আগামী মার্চের মধ্যে দেশের ৩ কোটি মানুষ করোনা ভ্যাকসিন পাবেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি, সমিতির সভাপতি রেজোয়ানুল হক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সাবেক সচিব কাজী আখতার হোসেন, কারিগরি শিক্ষাবোর্ডের সচিব ড. মোঃ জাহেদুল হাসান, ডিসি ট্রাফিক মেহেদি হাসান, ঢাকাস্থ খোকসা সমিতির সভাপতি আহসান নবাব, কুমারখালী সমিতির সভাপতি প্রকৌশলী রবিউল হক, কুমারখালী সমিতি ঢাকার মহাসচিব আক্তারুজ্জামান মোহন প্রমুখ। সম্মেলনে সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা এবং সাধারণ সম্পাদক পদে আদিত্য শাহীন দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।
×