ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের বাংলা অলিম্পিয়াড সফলভাবে সম্পন্ন

প্রকাশিত: ২১:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১

ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের বাংলা অলিম্পিয়াড সফলভাবে সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ করোনা প্রাদুর্ভাবের কারণে এবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হলো ইংরেজী মাধ্যম ও ইংরেজী ভার্সন স্কুলের শিক্ষার্থীদের আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে সফলভাবেই অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এ আয়োজন। সারাদেশের ৭০টি স্কুলের ৯৯টি ব্রাঞ্চের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় ছিল দশম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছিল ৭০ স্কুলের ৯৯টি ব্রাঞ্চ। তাদের মধ্য থেকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন ৮৮ জন। দেশের ইংরেজী মাধ্যম স্কুলগুলোর অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক সর্ববৃহৎ এই প্রতিযোগিতা রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আয়োজন করে। ফেসবুক লাইভে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলা অলিম্পিয়াডের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর কবি ড. মুহাম্মদ সামাদ এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত এমিটি স্কুলের অধ্যক্ষ দেনিস এরদোয়ান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের চেয়ারম্যান ইয়াশার সাভরান এবং প্রিন্সিপাল রোকসানা জারিন এবং বাংলা অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর কামরুল আহসান।
×