ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছয় গুণীকে সংবর্ধনা দিল ‘সৃজন মির্জাপুর’

প্রকাশিত: ২১:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১

ছয় গুণীকে সংবর্ধনা দিল ‘সৃজন মির্জাপুর’

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৭ ফেব্রুয়ারি ॥ মির্জাপুরে ছয় গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে ‘সৃজন মির্জাপুর’ নামে একটি সাহিত্য ও আবৃত্তি সংগঠন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী সা’দত কলেজের অধ্যক্ষ ও চর্চাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ। সংবর্ধিত ছয় গুণীজন হলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি ও অর্থনীতি অনুষদের ডিন ড. মোহাম্মদ দেলুয়ার হোসেন, কবি ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক, শিক্ষক ও সাংবাদিক বিবেকানন্দ চক্রবর্তী (মরণোত্তর), অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা, রাইজিং বিডি ডটকমের বিশেষ প্রতিনিধি ও মির্জাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কিসমত খোন্দকার এবং বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা। সৃজন মির্জাপুরের সভাপতি সহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আবুল কালাম আজাদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাকালীন পরিচালক আব্দুর রাজ্জাক খান রানা, জাতীয় সমবায় ফেডারেশনের চেয়াম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল, সৃজন মির্জাপুরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী প্রমুখ।
×