ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের জন্মদিন আজ

প্রকাশিত: ২১:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১

অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের জন্মদিন আজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের জন্মদিন আজ। তিনি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা এই চিকিৎসক এ দেশের সকল চিকিৎসক আন্দোলন, পেশাজীবী আন্দোলন, নাগরিক এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৮৪ থেকে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে থেকে নেতৃত্ব দিয়েছেন। একুশে আগস্ট গ্রেনেড হামলার পর তিনি দেশের সকল প্রগতিশীল পেশাজীবী সংগঠন নিয়ে পেশাজীবী সমন্বয় পরিষদ গড়ে তোলেন। এ সংগঠনের মহাসচিব হিসেবে দেশের প্রয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্যাথলজি বিশেষজ্ঞ এই মেডিক্যাল শিক্ষক দীর্ঘদিন ঢাকা মেডিক্যাল কলেজ, আইপিজিএমআর, বিএসএমএমইউতে শিক্ষকতা করেছেন। তিনি আইপিজিএমআর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে গণভ্যুত্থান ’৯০-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডাঃ কামরুল ১৯৯০-এ বিএমএর কেন্দ্রীয় নেতা হিসেবে ডাঃ মাজেদ- ডাঃ জালালের নেতৃতে সারাদেশ সফর করে চিকিৎসক আন্দোলন গড়ে তোলেন। তিনি বিসিএস কেন্দ্রীয় সমন্বয় পরিষদের যুগ্মমহাসচিব ছিলেন। বিএমডিসি, বিএমআরসির কেন্দ্রীয় পরিষদের সদস্য ছিলেন তিনি। তিনি গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। -বিজ্ঞপ্তি
×