ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে আরও একটি নতুন প্রজাতির রেড কোরাল কুকরি সাপ উদ্ধার

প্রকাশিত: ২১:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১

পঞ্চগড়ে আরও একটি নতুন প্রজাতির রেড কোরাল কুকরি সাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে আরও একটি নতুন প্রজাতির “রেড কোরাল কুকরি” সাপ উদ্ধার করা হলো। ১৮ দিন আগেও একটি রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়েছিল। তবে, প্রথমবার জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও এবার স্থানীয়দের আঘাতে সাপটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায়, ওই এলাকার আশরাফুল ইসলাম নামে এক যুবক শুক্রবার দুপুরে বাড়ির পাশে বাঁশঝাড়ের মাটি খুঁড়তে গিয়ে সাপটি বের হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সাপটিকে আঘাত করে। এতে করে সাপটি অসুস্থ্য হয়ে যায়। পরে বন্যপ্রাণী ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহ নামে এক ব্যাক্তি মৃত সাপটিকে তার নিয়ে আসেন বলে স্থানীয়রা জানান।
×