ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেঁতুলিয়ায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬

প্রকাশিত: ২১:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২১

তেঁতুলিয়ায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে। এসময় বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে। শনিবার দুপুরে তেঁতুলিয়া চৌরস্তা বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের এক দোকানে এ দুর্ঘটনাটি ঘটে। তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের পঞ্চগড় এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলো- ইউনুস আলী (৩০), হাফিজ (৩৫), কবিরুল (৩০), সাব্বির (১৮), ফয়সাল (১৬)। আহতদের মধ্যে ইউনুস আলীর ডান পায়ের উরু থেকে কেটে ঘটনাস্থলে পড়ে যায় এবং পুরো শরীর পুড়ে ঝলসে গেছে। এছাড়াও সাব্বিরের ডান চোখ এবং হাফিজের বাম চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে একটি দোকানঘর ভাড়া নিয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর ও রাণীশংকৈল এলাকার ৬ জনের একটি দল বেলুন গ্যাস ভরে বিভিন্ন বাজারে বিক্রি করতো। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
×