ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসের রাস্ট্রিয় স্বীকৃতি এখন সময়ের দাবী: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২০:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১

১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসের রাস্ট্রিয় স্বীকৃতি এখন সময়ের দাবী: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসের রাস্ট্রিয় স্বীকৃতি এখন সময়ের দাবী। স্বাধীনতা সংগ্রামের পূর্ব মূহুর্তে হানাদার বাহিনীর প্রতিরোধে গাজীপুরের সাধারণ মানুষ সশস্ত্র প্রতিরোধে সর্ব প্রথম প্রতিরোধ যুদ্ধে এগিয়ে আসে। মন্ত্রী রাসেল শনিবার রাতে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের এক সভায় এসব কথা বলেন। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন সভাপতি বাসস সাংবাদিক আতাউর রহমান, সেক্রেটারি জনকন্ঠ সাংবাদিক হাজী নূরুল ইসলাম, এম এ সালাম শান্ত, নূরুল আমিন সিকদার প্রমূখ। মন্ত্রী রাসেল আরো বলেন, প্রথম সশস্ত্র প্রতিরোধে আত্মদানকারীদের রক্ত বৃথা যাবে না। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আনা দাবিটি যৌক্তিক বলে মন্ত্রী উল্লেখ করেন।
×