ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি

প্রকাশিত: ১৯:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে গিয়ে এ আমন্ত্রণপত্র পৌছে দেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার বিএনপির প্রতিনিধি দলের কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেয়া আমন্ত্রণপত্র গ্রহণ করেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের চেয়াপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপির প্রচার সম্পাদক দলীয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত প্রচার কমিটির সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ। আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্য বিএনপির আমন্ত্রণপত্র পৌছে পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমরা দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি। উনারা তা গ্রহণ করেছেন এবং বলেছেন আমাদের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেবেন। এর আগে দুপুরে গুলশানের লেকশোর হোটেলে বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত দলের মিডিয়া কমিটি আয়োজিত সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রন জানানো হবে এবং তা আজই। উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি ১ মার্চ থেকে বছরব্যাপী কর্মসূচি পালন শুরু করবে। ১ মার্চ বিকেল ৩টায় গুলশানের লেকশোর হোটেলে হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। এ ছাড়া ৩০মার্চ ঐতিহাসিক সোহরাওয়াদী উদ্যানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে অনুমতি পাওয়ার বিষয়ে এখনও আশ্বাস পায়নি।
×