ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর পৌর নির্বাচনে কড়া নিরাপত্তায় কেন্দ্রে নেয়া হচ্ছে ভোটের সরঞ্জাম

প্রকাশিত: ১৬:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২১

সৈয়দপুর পৌর নির্বাচনে কড়া নিরাপত্তায় কেন্দ্রে নেয়া হচ্ছে ভোটের সরঞ্জাম

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচনের সরঞ্জাম। আজ শনিবার দুপুরের পর সৈয়দপুর উপজেলা পরিষদের নির্বাচন অফিস থেকে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেয়া হয়। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সেগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। পঞ্চম ধাপে আগামীকাল রবিবার সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটকেন্দ্রে ভোটারগন ভোট প্রদান করবেন। নির্বিঘ্নে ভোট আয়োজনের সব প্রস্তুতিই নেওয়া হয়েছে বলে রির্টানীং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানিয়েছেন। তিনি সাংবাদিকদের আরও বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই পৌরসভায় ১৫টি ওয়ার্ডে ৪১টি ভোট কেন্দ্র রয়েছে। সকগুলো ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসাবে চিহিৃত করা হয়। ভোটকেন্দ্র গুলোতে যাতে নেতিবাচক কিছু না ঘটে সেই প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি জানান,এই পৌরসভায় ইভিএম-এর মাধ্যমে ভোটররা ভোট প্রদান করবে। এ জন্য নির্বাচন কমিশন অফিস হতে ৩৯৬টি ইভিএম প্রেরন করা হয়েছে। ইভিএম মেশিন পরীক্ষার জন্য এসেছে ৯ সদস্যের একটি প্রতিনিধি দলও। সুত্র মতে ভোট গ্রহনের জন্য ইতোমধ্যে ৪১জন প্রিজাইডিং কর্মকর্তা, ২৬৪টি জন সহকারী প্রিজাইডিং এবং ৫২৮জন পোলিং কর্মকর্তা নিয়োগসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সৈয়দপুর পৌরসভায় মোট ভোটার ৯৩ হাজার ৮৯৩ জন। এরমধ্যে পুরুষ ৪৬ হাজার ৭৬৩ জন এবং নারী ভোটার ৪৭ হাজার ১৩০ জন। এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ মোট পাঁচজন এবং ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৮৭ জন এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ২১জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, ৪১টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বলে চিহিৃত করা হয়েছে। এ জন্য তিনস্তরের নিরাপত্তা বলয় তৈরী থাকবে।অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে পাঁচ প্লাটুন বিজিবি, র‌্যাব ও পুলিশের ১৯টি মোবাইল টিম, কেন্দ্রের বাহিরে চারটি স্টাইকিং ফোর্স এবং ১৫জন নির্বাহী ম্যাজিস্ট্রের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবে। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্বের সাথে স্বচ্ছ ও পক্ষপাতহীন ভাবে দায়িত্বপালনের জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
×