ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় নতুন ফল বিচি বিহীন কুলের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

প্রকাশিত: ১৬:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১

মাগুরায় নতুন ফল বিচি বিহীন কুলের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ মাগুরায় নতুন ফল বিচি বিহীন কুলের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে । বর্তমানে বাগান থেকে পাকা কুল তোলা চলছে। এই কুলে বিশেষ বৈশিষ্ট খেতে অত্যন্ত সুস্বাদু ও ভীতরে কোন বিচি নেই। ফলে উৎপন্ন কুল বিক্রি করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন । কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর মাগুর সদর উপজলার দ্বারিয়াপুর গ্রামে কৃষক নাসির আহমেদ ৮ হেক্টর জমিতে বিচি বিহীন কুল ও বল সুন্দরী কুলের চাষ করেছেন। ফলন হয়েছে বাম্পার । বাগান মালিক এর ভাই বসির আহমেদ জানান , কুলসহ অন্য ফল বিক্রি করে ১৫ লক্ষ টাকা আয়ের আশা করেছেন। বর্তমানে পাকা কুল তোলা চলছে । জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শেনী পেশার মানুষ এই বাগান দেখতে যাচ্ছেন। ফলে জেলায় বিচি বিহিন কুলের চাষ সম্প্রসারিত হচ্ছে। আটি বিহীন ও বলসুন্দুরী কুল প্রতি কেজি বাগান থেকে পাইকারীভাবে বিক্রি হচ্ছে ৭৫টাকা থেকে ৮০টাকা । খুচরা বাজারে বিক্রি হচ্ছে আরো বেশী দামে। মাগুরা উৎপন্ন কুল মানিকগঞ্জ , ঢাকাসহ বিভিন্ন জেলায় চালান যাচ্ছে। বাগান মালিকরা জানান , বেকার যুবকরা বাগান করলে তারা স্বাবলম্বী হচ্ছে । এই কুলের বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। তাদের বাগানে কাজ করে ৮/১০ জনের মৌসুমী কর্মসংস্থান হয়েছে। ফলে জেলায় ফলবাগান সম্প্রসারিত হচ্ছে। কৃষি বিভাগ সুত্রে জানানো হয় ফলবাগান তৈরীতে কৃষকদের প্রয়োজনীয় সহযোগীতা করা হচ্ছে। সদর উপজেলা কৃষি অফিসার আবু তালহা জানান , মৌসুমী ফল কুল । মাগুরায় ৮ হেক্টর জমিতে বিচি বিহীন ও বলসুন্দরী কুলের চাষ হয়েছে। এর মধ্যে ২ হেক্টরে বিচি বিহীন ও ৬ হেক্টরে বল সুন্দী কুলের চাষ হয়েছে ।
×