ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটিয়ায় সক্রিয় হচ্ছে ৭৫ পরবর্তী ছাত্রলীগ

প্রকাশিত: ১৫:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১

পটিয়ায় সক্রিয় হচ্ছে ৭৫ পরবর্তী ছাত্রলীগ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে ’৭৫ পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগ। এ উপলক্ষে আজ শনিবার সকালে পটিয়া ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার সাবেক ছাত্রনেতাদের মিলন মেলায় পরিনত হয়। সাবেক নেতাদের ঐক্যবদ্ধ করার ঘটনা পটিয়ার ইতিহাসে এই প্রথম। আওয়ামী রাজনীতির দু:সময়ে এ নেতাদের ভুমিকা রয়েছে। ’৭৫ পরবর্তী ছাত্রলীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা সাংবাদিক মো. শামসুল হক, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি, মো. আলমগীর আলম, এম, সোলায়মান, ফরিদ আহমদ, মো. শামসুল আলম, মো. আবু তৈয়ব চৌধুরী, আলহাজ্ব মোজাহেরুল হোসেন, হারুনুর রশিদ চৌধুরী, তাজুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম, হাবিবুর রহমান, জসিম উদ্দিন তরফদার। বর্তমানে পটিয়া উপজেলা ছাত্রলীগের কোন কার্যক্রম না থাকায় সাবেক এসব নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন। আগামীতে ছাত্রলীগের হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে পটিয়া পৌরসভার নব-নির্বাচিত পৌর মেয়র ও সাবেক ছাত্রনেতা আইয়ুব বাবুলকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও পটিয়ার সাবেক ছাত্রনেতা বদিউল আলম বদি এ প্রসঙ্গে বলেন, ইতিহাস ঐতিহ্যের সৃমদ্ধ পটিয়ায় ’৭৫ পরবর্তী ছাত্রলীগের যে ভুমিকা তা এখন নেই। সাবেক নেতাদের সহযোগিতায় আগামী প্রজন্মের ছাত্রলীগকে ঢেলে সাজাতে সম্মেলিত প্রচেষ্টা থাকবে।
×