ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-১০

প্রকাশিত: ১৪:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-১০

স্টাফ রিপোর্টার, কক্সবাজার॥ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দশজন আহত হয়েছে। আজ শনিবার সকালে চকরিয়ার ইসলাম নগর ও শুক্রবার রাতে বানিয়ারছড়া এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে। চিরিংগা হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে ইসলাম নগর এলাকায় চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কক্সবাজার অভিমূখী যাত্রীবাহী একটি বাসের। এতে মাইক্রোবাস চালক এনামুল হক ও যাত্রী আবু তালেব ঘটনাস্থলে নিহত হন। আহত হয় মাইক্রোবাসের আরও নয় যাত্রী। এর আগে শুক্রবার রাতে বানিয়ারছড়া এলাকায় চলন্ত একটি মোটরসাইকেলকে চাপা দেয় কক্সবাজার অভিমূখী একটি ট্রাক। এতে মোটরসাইকেল আরোহী দুই যুবক আব্দুল ওয়াহাব ও শামসুল আলম ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হয় মোটরসাইকেলটির অপর আরোহী মো: ফারুক। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, নিহত চারজনের মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে ২-৩ জনের অবস্থা গুরুতর। শুক্রবার রাতের দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, বাস ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে আছে।
×