ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশ গড়ার কাজে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে ॥ সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ১৩:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১

দেশ গড়ার কাজে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে ॥ সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ দেশে গড়ার কাজে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের প্রবীণ হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের (বাইগেম) ৫৩তম বার্ষিক সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রবীণ বান্ধব। আমরা এখন ৪৯ লাখ বয়স্ক ভাতা দিচ্ছি। ২১ লাখ বিধবা ভাতা ও ১৮ লাখ প্রতিবন্ধী ভাতা দিচ্ছি। প্রবীণদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের অভিজ্ঞতা দেশ গড়ার কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আপনাদের এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক নৌমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের ক্ষমা না করে তাদের বিচার করেছেন। যে কারণে বাংলাদেশ পাপ মুক্ত হয়েছে। আমরা উন্নত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে চলছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য মো. মোতাহার হোসেন, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান প্রমুখ।
×