ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত: ০০:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১

ভোলায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৬ ফেব্রুয়ারি ॥ ভোলায় পৌর নির্বাচনের প্রচারের শেষ দিন শুক্রবার সন্ধ্যার পর ৬নং ওয়ার্ডের ওয়াষ্টেনপাড়া এলাকায় কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক ও আবদুর রবের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপসহ নির্বাচনী কার্যালয় ভাংচুরে ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছে। এছাড়াও পৌর ৫ নং ওয়ার্ডের কালিখোলা এলাকায় কাউন্সির প্রার্থী মিজানুর রহমানের প্রচারণার অটোরিক্সা ভাংচুর করা হয়। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, ভোলা শহরের ওয়াষ্টেনপাড়ায় নির্বাচনী প্রচার চলাকালে হঠাৎ করে কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক ও আবদুর রবের কর্মী-সমর্থকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই গ্রুপই পাল্টাপাল্টি হামলা চালায়। এ সময় ওমর ফারুকের নির্বাচনী অফিস ও ও আবদুর রবের বাসার সামনে হামলা চালিয়ে চেয়ার ভাংচুর করে। এতে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতরদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কাউন্সির প্রার্থী ওমর ফারুক জানান, তার প্রতিপক্ষ আবদুর রবের কর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তাদের নির্বাচনী অফিস ও মোটরসাইকেল ভাংচুর করা হয়। অপর দিকে কাউন্সিলর প্রার্থী আবদুর রব পাল্টা অভিযোগ করেন, কাউন্সিলর প্রার্থী ওমর ফারুকের কর্মীরা তার বাড়িতে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে । এ সময় তার বাড়ির সামনের চেয়ার ভাংচুর করে কর্মীদের মারধর করে। এদিকে সংর্ঘষ চলাকালে একটি ওষুধের দোকানের সাইনবোর্ড ভাংচুর হয়। অপর দিকে পৌর সভার ৫নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেন, সন্ধ্যার আগে কালিখোলা এলাকায় কাউন্সির প্রার্থী মিজানুর রহমানের প্রচার চলাকালে অটোরিক্সা প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী এরফানুর রহমান মিথুন মোল্লার বহিরাগত কর্মীরা ভাংচুর করে। তবে কাউন্সিলর প্রার্থী এরফানুর রহমান মিথুন মোল্লা অভিযোগ অস্বীকার করে উল্টো অভিযোগ করেন, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য প্রতিপক্ষদের সন্ত্রাসীরা পাঁয়তারা করছে। তারা কোন ভাংচুর করেনি। ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে বর্তমানে এলাকায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
×