ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমন পিচকেও ভাল বলছেন কোহলি!

প্রকাশিত: ২৩:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

এমন পিচকেও ভাল বলছেন কোহলি!

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমে ৪৮.৪ ওভারে ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ৫৩.২ ওভারে ১৪৫ রানে অলআউট ভারত। দ্বিতীয় ইনিংসে ৩০.৪ ওভারে সফরকারি ইংলিশরা গুটিয়ে যায় মাত্র ৮১ রানে। এরপর ৭.৪ ওভারে প্রয়োজনী ৪৯ রান তুলে দ্বিতীয় দিনেই স্বাগতিক ভারতের জয় ১০ উইকেটে! দুই দল মিলে খেলেছে ১৪০.২ ওভার অর্থাৎ ৮৪২ বল। ১৩৫ সালের পর এত কম বলে ফল দেখল টেস্ট ক্রিকেট। আহমেদাবাদে সংস্কারের পর বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে চলছে বিতর্ক। মাইকেল ভনের চোখে যা ‘ভয়ঙ্কর এবং পুরোপুরি লটারি’। এ্যালিস্টার কুকের মতে, এই পিচে ব্যাট করা ‘একেবারেই অসম্ভব।’ এমনকি সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিংও যেটিকে ‘জঘন্য’ বলেছেন। তবে বিরাট কোহলির চোখে পিচ ভালই ছিল, দুই দলই গড়পড়তা খারাপ ব্যাটিং করেছে! ভারত অধিনায়ক বলেন, ‘এটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট ছিল। বিশেষ করে প্রথম ইনিংসে। আমার মনে হয়েছে বল খুব ভালো ব্যাটে আসছে। মাঝেমধ্যে দুই-একটা বল টার্ন করেছে। আমি বলব যে, দুই দলই গড়পড়তার চেয়ে খারাপ ব্যাটিং করেছে। আমাদের বোলাররা বেশি কার্যকর ছিল। তাই ফল আমাদের পক্ষে এসেছে!’ স্বাভাবিকভাবেই কোহলির সঙ্গে একমত হননি ইংল্যান্ডের কেউ। অনেকটা ব্যঙ্গ করেই ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেন, ‘আমি ৫ উইকেট নিয়েছি! এতেই হয়তো বোঝা যেতে পারে, পিচটা আসলে কেমন ছিল?’ এর আগে ১৯৩৫ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচটি হয়েছে ৬৭২ বলে। এর আগে ২০১৯ সালে ভারত-বাংলাদেশ দিবারাত্রি টেস্ট শেষ হয়েছিল ৯৬৮ বলে। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২২ বার দুই দিনেই খেলা শেষ হয়েছে। মোট খেলা হয়েছে ২৪১২টি টেস্ট ম্যাচ। আর ভারতের ক্ষেত্রে এটি দ্বিতীয়বার, এর আগে ২০১৮ সালে ব্যাঙ্গালুরুতে দুই দিনেই আফগানিস্তানকে হারিয়েছিল ভারত। আহমেদাবাদ টেস্টে খেলার আয়ু ছিল মোটে ১২ ঘণ্টা। মহেন্দ্র সিং ধোনিকে পেরিয়ে গেছেন কোহলি। ধোনি ২১টি জয় পেয়েছিলেন ৩০ টেস্টে, আর ২২টি জয় পেতে কোহলির লাগল ২৯ ম্যাচ। ঘরের মাটিতে ‘অধিনায়ক’ কোহলির এটি ২২তম জয়। এর মাধ্যমে তিনি ধরে ফেললেন স্টিভ ওয়াহকে। ওয়াহ ঘরের মাঠে ২২টি জয় পেয়েছিলেন। সর্বোচ্চ ৫৩ ম্যাচে ৩০ জয় গ্রায়েম স্মিথের দখলে। ৩৯ ম্যাচে ২৯ জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রিকি পন্টিং। পিচ-বিতর্কের ম্যাচে দাপুটে জয়ে চার টেস্টের সিরিজে ২-১ এ এগিয়ে ভারত।
×