ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্পিনে বিপর্যস্ত আয়ারল্যান্ড উলভস

প্রকাশিত: ২৩:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১

স্পিনে বিপর্যস্ত আয়ারল্যান্ড উলভস

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিপক্ষ যখন উপমহাদেশের বাইরের, তখন তাদের ঘায়েলের মোক্ষম অস্ত্র হিসেবে স্পিন আক্রমণকেই বেছে নেওয়া যৌক্তিক। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একমাত্র ৪ দিনের ম্যাচে সেটিই করেছে বাংলাদেশ ইমার্জিং দল। যদিও লেগস্পিনার রিশাদ হোসেন ৮ ওভার পর বোলিং করতে পারেননি। কিন্তু বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও অনিয়মিত অফস্পিনার সাইফ হাসানের ঘূর্ণিতে বিপর্যস্ত হয়েছে আয়ারল্যান্ড উলভস নামে পরিচিত আইরিশ ‘এ’ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তানভীর ৫টি ও সাইফ ২ উইকেট নিয়ে সফরকারীদের প্রথম ইনিংস ১৫১ রানেই মুড়িয়ে দিয়েছেন। প্রথম দিন শেষে ১ উইকেটে ৮১ রান তুলে মাত্র ৭০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ ইমার্জিং। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড উলভস। সতর্কভাবেই শুরু করে তারা। দীর্ঘ ১ ঘণ্টায় ৩৪ রান তোলে উদ্বোধনী জুটি। সেই জুটি ভাঙ্গেন বাঁহাতি স্পিনার তানভীর। জেমস ম্যাককোলাম ১৯ রানে সাজঘরে ফেরেন এলবিডব্লিউ হয়ে। এরপর দ্রুতগতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। বিনা উইকেটে ৩৪ থেকে স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪২। দলীয় ৬২ রানে স্টিফেন ডোহেনিকে (১৪) বোল্ড করে প্রথম উইকেটের দেখা পান টেস্ট দলের পেসার এবাদত হোসেন চৌধুরী। বিপর্যয় ঘনীভূত হয় আয়ারল্যান্ড উলভসের। অবশ্য এরপর প্রতিরোধ গড়ে তোলেন কার্টিস ক্যাম্ফার ও লোরকান টাকার। তারা পঞ্চম উইকেটে ৪৯ রানের দারুণ এক জুটি গড়েন। কিন্তু এই জুটিতেও ভাঙ্গন ধরে অধিনায়ক সাইফের অফস্পিনে। লোরকান ২০ রানে ফিরে যান। লড়াই চালিয়ে যাওয়া ক্যাম্ফারও তার শিকার হন। ক্যাম্ফার ৯২ বলে ৪ চারে সর্বোচ্চ ৩৮ রান করেছিলেন।
×