ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষ ষোলোতে ম্যানইউ-আর্সেনাল

প্রকাশিত: ২৩:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১

শেষ ষোলোতে ম্যানইউ-আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপা লীগ ফুটবলের শেষ ষোলো নিশ্চিত করেছে দুই ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। বৃহস্পতিবার রাতে শেষ ৩২ এর দ্বিতীয় লেগের ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েডাডের সাথে গোলশূন্য ড্র করে পরের রাউন্ডের টিকেট কেটেছে রেড ডেভিলসরা। কেননা প্রথম লেগের ম্যাচের ম্যানইউ জিতেছিল ৪-০ গোলে। পর্তুগীজ ক্লাব বেনফিকার বিরুদ্ধে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের জোড়া গোলে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। নাটকীয়তায় ভরা ম্যাচটি ৩-২ গোলে জিতেছে গানার্সরা। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৪-৩ গোলে। এছাড়া শেষ ষোলো নিশ্চিত করেছে আয়াক্স, গ্রানাডা, রেঞ্জার্স, শাখতার ডোনেস্ক, মলডে, ভিয়ারিয়াল, ইয়াং বয়েজ, ডায়নামো কিয়েভ, ডায়নামো জাগরেব, স্লাভিয়া প্রাগে, এসি মিলান, অলিম্পিয়াকোস ও এএস রোমা। করোনা মহামারীর কারণে ভ্রমণের ওপর কঠোর বিধিনিষেধ আরোপিত হয়েছে ইংল্যান্ড ও পর্তুগালে। এমন অবস্থায় নিরপেক্ষ ভেন্যু পাইরাসের কারাইসকাকিস স্টেডিয়ামে হওয়া ম্যাচে আর্সেনালের হয়ে গোলের সূচনা করেন গ্যাবনের স্ট্রাইকার অবামেয়াং। ২১ মিনিটে দারুণ দক্ষতায় গোল করেন তিনি। ৪৩ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে বেনফিকাকে সমতায় ফেরান ডিওগো গনকালভেস। বিরতির পর ৬১ মিনিটে গোল করে বেনফিকাকে এগিয়ে দেন রাফি সিলভা। তবে কিয়েরান টিয়ার্নির ৬৭ মিনিটের গোলে সমতায় ফেরে আর্সেনাল। ম্যাচের একবারেই শেষভাগে ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্সেনালকে দুর্দান্ত জয় উপহার দেন অবামেয়াং। এর আগে রোমে অনুষ্ঠিত দু’দলের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ম্যাচ শেষে অবামেয়াং বলেন, আমরা সবাই খুশি। অতীতের ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জয়ের জন্য দলকে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। যোগ্য দল হিসেবেই আমরা জয় পেয়েছি। এটি ছিল কঠিন একটি ম্যাচ। আমরা যা করেছি ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। আরেক ম্যাচে রিয়াল সোসিয়েডাডের আতিথেয়তার ম্যাচে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানইউ। ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন মিকেল ওয়ারজাবাল। যে কারণে জয়বঞ্চিত হয়েছে ওলে গানার সোলসজায়েরের দল। এছাড়া ব্রুনো ফার্নান্দেজের শট ক্রসবারে লেগে এবং ফাউলের কারণে তুয়ানজেবের গোল বাতিল হওয়ায় আপসোসে পুড়তে হয়েছে ম্যানইউকে। স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে নিয়ে প্রশংসনীয় অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন কোচ স্টিভেন জেরার্ড। আইব্রক্সে অনুষ্ঠিত ফিরতি লেগে বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্পকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে রেঞ্জার্স। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম লেগে ৪-৩ গোলের নাটকীয় জয় পাওয়া স্কটিশ লীগের শীর্ষস্থানধারীরা এই জয়ের ফলে ৯-৫ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডের টিকেট কেটেছে। ম্যাচ শেষে সাবেক ইংলিশ তারকা জেরার্ড বলেন, আমি খুব খুশি। অসাধারণ পারফর্ম হয়েছে। প্রথম তিনটি গোল দুর্দান্ত। সবমিলিয়ে দারুণ পারফরমেন্স হয়েছে।
×