ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিরিশিরি একাডেমির নয়া পরিচালক সুজন হাজং

প্রকাশিত: ২৩:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২১

বিরিশিরি একাডেমির নয়া পরিচালক সুজন হাজং

স্টাফ রিপোর্টার ॥ নেত্রকোনার ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি, বিরিশিরি-এর নতুন পরিচালক হয়েছেন গীতিকার সুজন হাজং। তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর থানায় সুজন হাজংয়ের বাড়ি। একাধারে কবি, গীতিকার, কলামিস্ট, গবেষক ও অনুবাদক এবং তরুণ রাজনীতিবিদ। কবিতা ও গান লেখার পাশাপাশি তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন। সুজন হাজং একুশে পদকপ্রাপ্ত সংগঠন ‘দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি’, বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি।
×