ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারা কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা তদন্ত হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২২:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১

কারা কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা তদন্ত হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ লেখক মুশতাক আহমদের মৃত্যুর পেছনে কারা কর্তৃপক্ষের কোন গাফিলতি ছিল কিনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তিনি এও বলেন, কাশিমপুর কারাগারে মৃত্যুবরণকারী মুশতাক অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করে লিখতেন। এজন্য তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান বলে জেনেছি। শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় জেলা পুলিশের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ষড়যন্ত্র হচ্ছে, অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চলছে। আলজাজিরার প্রতিবেদন বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এ প্রতিবেদন তৈরিতে যারা জড়িত সেসব বাংলাদেশীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ থেকে কারা এ মিথ্যা প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে, সেটা নিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, মোসলেম উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, ড. আবু রেজা নদভী, চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চউক চেয়ারম্যান জহুরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মোঃ মাহবুবুল আলম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোঃ তানভীর, জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জ্জুামান খান কামাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেলা সুপারের কার্যালয় উদ্বোধন করেন। মহানগরীর দুই নম্বর গেট এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের পুরনো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। সাময়িক সময়ের জন্য জেলা পুলিশের কার্যক্রম চালানো হয় ছোটপুল এলাকায় পুলিশ লাইন্সে। ২০১৭ সালে গণপূর্ত বিভাগের অভিযানে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। এখন থেকে পুরনো জায়গায় নিয়মিত নতুন ভবনে জেলা পুলিশের কার্যক্রম পরিচালিত হবে। অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ ॥ নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অসাম্প্রদায়িক চেতনায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে চেয়েছিলেন। তার এ স্বপ্ন বর্তমান প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু চট্টগ্রামের পটিয়া উপজেলার উনাইনপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ ড. ধর্মসেন মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে পটিয়ায় সকল ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়। যুগে যুগে এমন কিছু মানুষ জন্ম নেয়, যাদের ত্যাগ-তিতিক্ষা, সাধন-ভোজন স্বীয় কর্মকান্ডে নিজেকে মৃত্যুর পরও মানুষের কাছে ধরে রাখতে পারে। তেমনই একজন মহান ব্যক্তিত্ব ড. ধর্মসেন মহাস্থবির। পটিয়াতে অনেক জ্ঞানী, গুণী মানুষের জন্ম হয়েছে। যাদের নিয়ে এ এলাকার মানুষ গর্বিত। বৌদ্ধরা বাংলাদেশের আদি অধিবাসী। তারা হাজার বছর ধরে বৌদ্ধ কৃষ্টি ও গৌতমবুদ্ধের অহিংসার বাণী প্রচার করে আসছে। শুক্রবার বিকেলে ড. ধর্মসেন মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী (এমপি), প্রধানমন্ত্রীর একান্ত সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া, ঢাকা আম্বর শাহ জামে মসজিদের খতিব মওলানা মাজাহারুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুল ইসলাম, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি, পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় থেরো, সিএমপি পুলিশ কমিশনার ছালেহ আহমদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। সন্ধ্যা ৬টায় প্রয়াত সংঘরাজের দেহে অগ্নি সংযোজনের মাধ্যমে দাহ করা হয়।
×