ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বে শুরু হচ্ছে সিঙ্গেল ডোজ ভ্যাকসিন প্রয়োগ

প্রকাশিত: ২২:০১, ২৭ ফেব্রুয়ারি ২০২১

বিশ্বে শুরু হচ্ছে সিঙ্গেল ডোজ ভ্যাকসিন প্রয়োগ

রশিদ মামুন ॥ বিশ্বে শুরু হচ্ছে সিঙ্গেল ডোজের করোনা ভ্যাকসিনের ব্যবহার। মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসনের (এফডিএ) বিশেষজ্ঞ প্যানেল বলছে জনসন এ্যান্ড জনসনের ভ্যাকসিনটির একটি ডোজ করোনা প্রতিরোধে কার্যকর। শুক্রবার এফডিএর এক বৈঠকের পর নিজেদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগেই গত বুধবার বাহরাইন ভ্যাকসিনটির জরুরী ব্যবহারের অনুমোদন দিয়েছে। এতে বিশ্বে প্রথম দেশ হিসেবে বাহরাইনে সিঙ্গেল ডোজ ভ্যাকসিনের ব্যবহার শুরু হচ্ছে। অনুন্নত এবং উন্নয়নশীল দেশে ভ্যাকসিন সরবরাহে কোভ্যাক্সের সঙ্গে চুক্তি করেছে জনসনের। কোভ্যাক্সের মাধ্যমে এই ভ্যাকসিন বাংলাদেশেও আসতে পারে। তবে জনসন এ্যান্ড জনসন আগামী সপ্তাহে ভ্যাকসিনের কয়েক লাখ ডোজ মার্কিন যুক্তরাষ্ট্রে সসরবরাহ করতে পারে। এখন পর্যন্ত আবিষ্কৃত ভ্যাকসিনগুলোর সবই দুই ডোজ গ্রহণ করতে হচ্ছে। আবিষ্কারকরা বলছেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করার ১৪ দিন পর সাধারণত শরীরে করোনা প্রতিরোধী এ্যান্টিবডি তৈরি হয়। এই বিচারে দুই ডোজের তুলনায় এক ডোজে দ্রুত করোনা প্রতিরোধ সম্ভব। বিশ্বের ৪০ হাজার মানুষের ওপর ট্রায়াল দেয়া ভ্যাকসিনটির কার্যকরিতা আশাব্যাঞ্জক বলে কিছুদিন আলোচনা চলছিল। এর মধ্যে গত ৪ ফেব্রুয়ারি এফডিএর অনুমোদন চায় জনসন এ্যান্ড জনসন। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রায়ালে ভ্যাকসিনটির কার্যকরিতা ৭২ ভাগ, দক্ষিণ আফ্রিকাতে ৬৪ ভাগ এবং ল্যাটিন আমেরিকাতে ভ্যাকসিনটির কার্যকরিতা ৬১ ভাগ বলে উল্লেখ করেছে জনসন। ভ্যাকসিনটির গড় কার্যকরিতা ৬৬ ভাগ বলে উল্লেখ করা হয়েছে। ভ্যাকসিনটিকে সাশ্রয়ী বলে উল্লেখ করার কারণে ইতোমধ্যে এর প্রতি আগ্রহ বাড়ছে। একক ডোজ হওয়ার কারণে ভ্যাকসিনটি দেয়া তুলনামূলকভাবে সহজ। ভ্যাকসিনটি ২-৮ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব। নিউইয়ার্ক টাইমসের ভ্যাকসিন ট্রাকার বলছে গত বৃহস্পতিবার বাহরাইন ভ্যাকসিনটির জরুরী ব্যবহার অনুমোদন করেছে। দ্রুতই দেশটিতে সিঙ্গেল ডোজের এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। জনসন যুক্তরাষ্ট্রকে ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে রাজি হয়েছে। এছাড়া ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত ইইউ এবং ক্যানাডাও এই ভ্যাকসিন কেনার অগ্রিম আদেশ দিয়েছে আরও কয়েকটি দেশ। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি এফডিএ নতুন ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়, জনসন এন্ড জনসন যাতে দ্রুত এটি উৎপাদন করতে পারে সে ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। জনসন এ্যান্ড জনসনের তরফ থেকে এর আগে ঘোষণা করা হয়েছিল তারা চলতি বছরের মধ্যে এক বিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন করতে চায়। অর্থাৎ এই পরিমাণ ভ্যাকসিন দিয়ে ১০০ কোটি মানুষকে সুরক্ষা দেয়া যাবে।
×