ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুখবর জানাতে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন আজ

প্রকাশিত: ২১:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১

সুখবর জানাতে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন আজ

বিশেষ প্রতিনিধি ॥ চলমান মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। দেশের উন্নয়ন-অগ্রগতির মহীসোপানে যুক্ত হয়েছে আরেকটি সাফল্যের তিলক। সেই সুখবর জানাতেই আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের স্বাক্ষরে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, আজ শনিবার বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত পূরণ করে ২০১৮ সালে। জাতিসংঘের নিয়মানুযায়ী, কোন দেশ পরপর দুটি ত্রি-বার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদন্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়। নিউইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপির ত্রি-বার্ষিক পর্যালোচনা সভা গত ২২ ফেব্রুয়ারি শুরু হয়েছে। সেখানে দ্বিতীয় দফা পর্যালোচনা শেষে শুক্রবার রাতে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করে বাংলাদেশ। সিডিপি তিনটি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে। তিনটি সূচকেই বাংলাদেশ শর্ত পূরণ করে অনেক এগিয়ে গেছে। এ কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে সবদিক থেকে এগিয়ে যাওয়ার আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ। জানা গেছে, গত এক যুগে প্রাকৃতিক কিংবা মনুষ্যসৃষ্ট সব দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশের সব সূচকে এগিয়ে যাওয়ার বাস্তব চিত্র আজ দেশবাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর মহাদুর্যোগের সময়ও গোটা বিশ্ব যখন অর্থনৈতিকভাবে পর্যুদস্ত, বাঘা বাঘা অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোর প্রবৃদ্ধি যখন নেগেটিভ, ঠিক তখনও দেশকে শুধু অর্থনৈতিকভাবে শক্তিশালীই নয়, প্রবৃদ্ধিও পাঁচ ভাগের ওপরে নিয়ে যাওয়ার সক্ষমতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। দেশের এই এগিয়ে যাওয়ার ক্লান্তিহীন প্রচেষ্টা, পদক্ষেপ, পরিকল্পনা ও বাস্তবায়নের চিত্রই আজ দেশবাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×