ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে এক আওয়ামী লীগ নেতার বাসভবনে হামলা ॥ ভাংচুর ও লুটপাট

প্রকাশিত: ২০:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২১

বাউফলে এক আওয়ামী লীগ নেতার বাসভবনে হামলা ॥ ভাংচুর ও লুটপাট

নিজস্ব সংবাদদাতা, বাউফল॥ বাউফলে উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেনের বাসভবনের হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে ল্যাংড়ামুন্সির পুল এলাকায় এ ঘটনা ঘটেছে। সাবেক ওই আওয়ামী লীগ নেতার পুত্রবধূ ফারজানা ওরফে ইমা (২৪) অভিযোগ করেছেন, আতিকুর রহমান ওরফে মোহনের (৩০) নেতৃত্বে ৫০-৬০ জনের সন্ত্রাসীরা ওই হামলা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। জানা গেছে, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের সঙ্গে আতিকুর রহমানের পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বিগত ইউপি নির্বাচনে জাহাঙ্গীর হোসেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। ওই সময় বিদ্রোহী প্রাথী ছিলেন আতিকুর রহমান মোহনের বাবা মোঃ জামাল হোসেন মৃধা। ওই নির্বাচনে তিনি হেরে যান। আতিকুর রহমান মোহন বর্তমানে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মরিয়া। ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে আতিকুর রহমান মোহনের নেতৃত্বে ৫০-৬০ জনের সন্ত্রাসীরা ঘরে পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই এলাপাতাড়ি ভাবে ভাঙচুর করতে থাকে। এক পর্যায়ে তারা ঘরে থাকা ১০ ভরি স্বর্নালংকার, নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন,‘আতিকুর রহমান মোহনের অত্যাচারে তাঁর অনেক কর্মী-সমর্থক এলাকায় থাকতে পারছে না। তিনিও আতংঙ্কে আছেন। গত রবিবার সকালে আতিকুর রহমান মোহন সন্ত্রাসী বাহিনী নিয়ে লাঠিসোঁটা ও দা নিয়ে তাঁর বাসার সামনে এসে ঘোরাঘুরি করে। তাঁকে উদ্দেশ্য করে বিভিন্নভাবে হুমকি দেয়। এ কারণে তিনি ওই দিন থেকে বাড়িতে যান না। বাউফল থানার ওসি মৌখিক ও লিখিতভাবে জানানো হয়। কিন্তু তিনি কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই আজকে তাঁর ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার সাহস পেয়েছে।’ এ বিষয়ে আতিকুর রহমান মোহন সাংবাদিকদের বলেন,‘আমি কিছুই জানি না। তাঁরা নিজেরা ঘটনা ঘটিয়ে আমার ও আমার লোকজনের ওপর চাপাতে চায়।’ বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন,‘এ রকম শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
×