ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বুইচিতলা গ্রাম থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: ১৯:২০, ২৬ ফেব্রুয়ারি ২০২১

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বুইচিতলা গ্রাম থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব সংবাদদাদা,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বুইচিতলা গ্রাম থেকে ২ কেজি ৪১৬ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। উদ্ধার করা স্বর্ণের বাজার দর ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তীর মাধ্যমে জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সময় স্বর্ণ পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে তারই নেতৃত্বে ফুলবাড়ী বিওপির এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের রাস্তা দিয়ে দুজন ব্যক্তিকে একটি মোটরসাইকেল যোগে দ্রুত চলে যাওয়ার সময় তাদের থামানো চেষ্টা করা হয়। সে সময় মোটরসাইকেলে পিছনে বসে থাকা ব্যক্তি একটি ব্যাগ ফেলে দেয়। ওই ফেলে দেয়া ব্যাগ তল্লাশী করে উল্লেখিত স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণ দর্শনা থানায় জমা করে এ ব্যাপারে একটি মামলা করা হয়।
×