ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় ২৪ ঘন্টা পরিবহণ চলাচল স্থগিত

প্রকাশিত: ১৭:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২১

খুলনায় ২৪ ঘন্টা পরিবহণ চলাচল স্থগিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা থেকে ১৮টি রুটে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা পরিবহন চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বাস-মিনিবাস মালিক সমিতি। এ ব্যাপারে সমিতির পক্ষ থেকে সুস্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপির দাবি শনিবার খুলনায় আহুত বিভাগীয় সমাবেশকে বানচাল করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএনপি নেতারা বলেন, যানবাহন বন্ধ রেখে সমাবেশ বানচাল করা যাবেনা। খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা এ বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্য ৬টা পর্যন্ত পরিবহণ চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সময়ে খুলনা থেকে কোন পরবহণ ছেড়ে যাবেনা এবং কোন পরিবহণ খুলনায় প্রবেশ করবেনা। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পরিবহন বন্ধ করে সমাবেশ বন্ধ করা যাবেনা। পরিবহন বন্ধ করে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, গ্রেফতার, হয়রানী ও যানবাহন বন্ধ করে মহাসমাবেশ বানচাল করা যাবেনা। এদিকে খুলনার বিএনপির একাধিক নেতা জানান, শুক্রবার দুপুর পর্যন্ত তাদের মহাসমাবেশ করার অনুমতি দেয়নি কেএমপি। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দেশের ছয় সিটিতে সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে খুলনায় মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। খুলনার বিএনপি নেতারা বলেন, এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া প্রধান বক্তা ছয় সিটির মেয়র প্রার্থীরা।
×