ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় প্রতিবেশির ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহতের ঘটনায় যুবক গ্রেফতার

প্রকাশিত: ১৭:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২১

মাগুরায় প্রতিবেশির ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহতের ঘটনায় যুবক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরা শহরতলীর বরুনাতৈল পশ্চিম পাড়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় প্রতিবেশি যুবকের ছুরিকাঘাতে আকামত মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় আজ শুক্রবার আসামী এশারত শেখ ওরফে এশাকে ( ২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে পুলিশ তাকে বরুনাতৈল গ্রাম থেকে গ্রেফতার করে। এই সময় তার কাছ থেকে দুটি ছুরি জব্দ করা হয়। নিহত আকামত মাগুরা পুরাতন বাজারে শ্রমিকের কাজ করতেন। এই ঘটনায় নিহতের ছেলে নাসিরুল ইসলাম বাদী হয়ে মাগুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে মাগুরা পৌর এলাকার বরুনাতৈল গ্রামে নিহত আকামত মোল্লা তার বাড়ির সামনে আলাউদ্দিনের দোকানে চা খেতে যান। এ সময় প্রতিবেশি জালাল শেখ (জালার) পুত্র এশারত শেখ ওরফে এশা শেখ হঠাৎ করে সেখানে উপস্থিত আকামতের বুকে ছুরি দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনা স্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পূর্ব বিরোধের কারনে এই ঘটনা ঘটে।মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আরিফুর রহমান জানান, নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহৃ রয়েছে। মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
×