ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত বায়োটেকের ২ কোটি ডোজ ভ্যাকসিন কিনবে ব্রাজিল

প্রকাশিত: ১২:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২১

ভারত বায়োটেকের ২ কোটি ডোজ ভ্যাকসিন কিনবে ব্রাজিল

অনলাইন ডেস্ক ॥ ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ২ কোটি ডোজ কিনবে ব্রাজিল। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ক্রয়চুক্তি স্বাক্ষর করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। চুক্তি অনুসারে কোভ্যাক্সিন নামের এই ভ্যাকসিন মার্চ ও মে মাসে সরবরাহ করবে ভারত বায়োটেক। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তির আর্থিক মূল্য ২ লাখ ৯০ হাজার ডলার। মার্চে প্রথম চালানে ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। ব্রাজিলের ভ্যাকসিন ক্রয়ে গতি আনতে এবং করোনার প্রকোপ ঠেকানোর জন্যই এসব ভ্যাকসিন কেনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার ব্রাজিলে করোনায় আরও মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪১ জনের। মহামারি শুরুর পর ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখে এটি দ্বিতীয় সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৫১ হাজার ৪৯৮ জনের। দক্ষিণ আমেরিকার দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৯৯৮ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৯ লাখ ৪৬১। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র ও ভারতের পরই অবস্থান ব্রাজিলের।
×