ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিউইদের রোমাঞ্চকর জয়

প্রকাশিত: ০০:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২১

কিউইদের রোমাঞ্চকর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ রান বন্যার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে চার রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে ৫ ম্যাচের টি-২০ সিরিজে কিউরা এগিয়ে ২-০তে। ডানেডিনে বৃহস্পতিবার নিউজিল্যান্ড ২০ ওভারে তোলে ২১৯ রান। মার্টিন গাপটিল খেলেন ৫০ বলে ৯৭ রানের ইনিংস। ফিফটি আসে কেন উইলিয়ামসনের ব্যাট থেকেও, শেষদিকে ঝড় তোলেন জিমি নিশাম। রান তাড়ায় এক পর্যায়ে লড়াই থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। পরে সপ্তম উইকেটে স্টয়নিস ও স্যামসের ব্যাটিং তাণ্ডব ও রেকর্ড জুটিতে জমে ওঠে ম্যাচ। কিন্তু শেষ ওভারে বিদায় নেন দু’জনই। ২০ ওভারে অস্ট্রেলিয়া করতে পারে ২১৫। নিজের ৫০তম টি-২০তে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বোলিং নায়ক মিচেল স্যান্টনার। এক ওভারে যখন তিনি নিলেন তিন উইকেট অস্ট্রেলিয়া তখন ধুঁকছে ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে। শেষ ৭ ওভারে প্রয়োজন ছিল ১০৭ রান, মূল ব্যাটসম্যানদের মধ্যে টিকে কেবল স্টয়নিস। বাঁহাতি পেসার স্যামস আটে নেমে দেখালেন তার ব্যাটিং ঝলক। দু’জনের জুটিতে এলো ৩৭ বলে ৯২ রান সপ্তম উইকেটে যা টি-২০ বিশ্বরেকর্ড। শেষ ওভারে জিমি নিশাম এলেন ম্যাচে তার একমাত্র ওভারটি করতে। অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৫ রান। প্রথম বলটি ফুল টস, কিন্তু সীমানায় ধরা পড়লেন স্যামস। পরের দুই বলে স্টয়নিস পারলেন না রান নিতে। চতুর্থ বলে তার ছক্কায় আবার ম্যাচে রোমাঞ্চ। পঞ্চম বলে স্টয়নিসও ক্যাচ দিলেন সীমানায়। টস হেরে ব্যাটিংয়ে নামা কিউইরা টিম সাইফার্টকে হারায় শুরুতে। দ্বিতীয় উইকেটে গাপটিল ও উইলিয়ামসন গড়েন নিউজিল্যান্ডের রেকর্ড ১৩১ রানের জুটি। ২৭ বলে ফিফটি ছোঁয়ার পথে ৪টি ছক্কা মারেন গাপটিল। ফিফটির পর ছক্কা মারেন আরও ৪টি। নবম ছক্কার চেষ্টাই ডেকে আনে বিপদ। সীমানায় দারুণ ক্যাচ নেন স্টয়নিস। সেঞ্চুরি না পেলেও ৮ ছক্কার পথে রোহিত শর্মাকে ছাড়িয়ে টি-২০তে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নেন গাপটিল। পরে উইলিয়ামসন বিদায় নেন ৩৫ বলে ৫৩ রান করে। শেষদিকে নিশামের বিধ্বংসী ব্যাটিংয়ে কিউইরা পার হয় দুই শ’। ৬ ছক্কায় অপরাজিত থাকেন তিনি ১৬ বলে ৪৬ রান করে। অস্ট্রেলিয়ার রান তাড়ায় ওপেনার ম্যাথু ওয়েড বিদায় নেন ১৫ বলে ২৪ করে। অধিনায়ক এ্যারন ফিঞ্চ ১২ করতে খেলেন ১৪ বল। ফিলিপ তার দ্বিতীয় টি-২০ খেলতে নেমে ৩২ বলে করেন ৪৫। স্যামস-স্টয়নিসের বিদায়ের পর ম্যাচের শেষ বলে জাই রিচার্ডসন মারেন চার। দুই দলের ব্যবধান তখন চার। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মার্টিন গাপটিল।
×