ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় আওয়ামী লীগের মতবিনিময় সভায় হামলা গাড়ি ভাংচুর

প্রকাশিত: ২৩:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০২১

কুমিল্লায় আওয়ামী লীগের মতবিনিময় সভায় হামলা গাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৫ ফেব্রুয়ারি ॥ কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতার উপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন দলের স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায় ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় উপজেলা সদরের বিভিন্ন স্থানে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহন চলাচলে বাধা দেয়া হয়। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত দেবিদ্বার উপজেলা সদরের রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থনে উপজেলা সদরের রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় বুধবার রাত ৯টার দিকে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, সভার শেষ পর্যায়ে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সভাস্থলের বাইরে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। একপর্যায়ে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নেতৃবৃন্দকে সভাস্থল থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যান। দলের কয়েকজন স্থানীয় নেতাকর্মী জানান, আওয়ামী লীগ দলীয় স্থানীয় এমপির আপন চাচা এ এফ এম তারেক মুন্সী এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। সন্ধ্যা ৭টায় দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, বুধবার রাতের ঘটনাটি দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ঘটেছে। দুটি গাড়ি ভাঙ্গার খবর পেয়েছি। এ বিষয়টি পরে দুইপক্ষে মিটমাট হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় কেউ মামলা দায়ের করেনি।
×