ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিলখানায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ২২:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২১

পিলখানায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার ॥ তথাকথিত দাবি-দাওয়া আদায়ের নামে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে স্মরণকালের ভয়াবহ হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের ফুল দিয়ে অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি এবং তিন বাহিনীর প্রধানসহ শহীদ পরিবারের সদস্যরা। বিউগলে বেজে ওঠে করুণ সুর। সে এক মর্মস্পর্শী হৃদয় বিদারক দৃশ্য। কেউ কাঁদছেন স্বজন হারানোর বেদনায়। আবার কেউ কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছেন শহীদ হওয়া সহকর্মীর স্মৃতি মনে করে। বৃহস্পতিবার সকাল নয়টায় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পিলখানায় শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ঢাকার বনানীর সামরিক কবরস্থানে শহীদদের কবরে ফুল দিয়ে প্রথমেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ। এরপর ধাপে ধাপে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব। বিকেলে র‌্যাব মহাপরিচালক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন শহীদ সেনা সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্রবাহিনীর সদস্যরা শহীদ সেনা সদস্যদের সম্মানে স্যালুট প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর আগে সকাল থেকেই বনানী সামরিক কবরস্থানে আসতে থাকেন শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যরা। পরে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কবরের পাশে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ে। তাদের করুণ আর্তনাদে আকাশ বাতাস ভারি হয়ে আসে। শোকে নিস্তব্ধ নীরবতা নেমে আসে পুরো এলাকায়। আজ থেকে ১২ বছর আগের এই দিনে পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদ হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। দিনটি উপলক্ষে বুধবার শাহাদাতবরণকারীদের স্মরণে বিশেষ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বিজিবি সদর দফতরসহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের ব্যবস্থাপনায় খতমে কোরান, বিজিবির সকল মসজিদ এবং বিওপি পর্যায়ে এমন ধর্মীয় কর্মসূচী পালিত হচ্ছে। এছাড়া দিবসটি পালন উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সকল স্থাপনায় বিজিবি পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিজিবির সকল সদস্য কালো ব্যাজ পরিধান করেছেন। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বাদ জুমা পিলখানার বিজিবি কেন্দ্রীয় মসজিদ, ঢাকা সেক্টর মসজিদ এবং বর্ডার গার্ড হাসপাতাল মসজিদে শহীদ ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ, শহীদ ব্যক্তিবর্গের নিকটাত্মীয়গণ, পিলখানায় কর্মরত সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সৈনিক এবং বেসামরিক কর্মচারীগণ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন।
×