ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুই শিক্ষার্থীসহ তিন খুন

প্রকাশিত: ২০:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০২১

রাজধানীতে দুই শিক্ষার্থীসহ তিন খুন

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকার ওয়ারীর একটি বাসা থেকে হাসান (১২) নামে এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে স্থানীয় পদ্মনিধি লেনের ৮/১/এ নম্বর ভবনের ছয়তলা একটি ফ্ল্যাটের তালা ভেঙ্গে শিশুটি গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান পদ্মনিধি লেনের ওই ভবনের ছয় তলায় খালা আয়শা ও খালু জামাল ভূঁইয়ার সঙ্গে থাকতো শিশু হাসান। বুধবার রাত ১টার দিকে খবর পেয়ে পুলিশ ওয়ারীর ওই বাসায় গিয়ে তোষকের ওপর থেকে হাসানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। বাসার লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাসান গতকাল (বুধবার) বিকেলে বাসায় একাই ছিল। কয়েকজন যুবক চুরি করার উদ্দেশে বাসায় ঢুকে। বাসায় হাসানকে একা পেয়ে হাসানকে গলা কেটে হত্যা করে বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পয়সা নিয়ে যায়। এসআই আসাদুজ্জামান জানায়, এ ঘটনায় সোহেল নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জাহিদ নামের একজন পলাতক রয়েছে। তাদের সঙ্গে আরও কয়েকজন ছিল। তাদেরকেও আটকের চেষ্টা চলছে। এছাড়া আশাপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের চিহ্নিত করা চেষ্টা চলছে। এসআই আসাদুজ্জামান জানান, ওই বাসা থেকে আনুমানিক নগদ ৯০ হাজার টাকা ও কিছু স্বর্ণ খোয়া গেছে বলে দাবি করেছেন বাড়ির গৃহকর্ত্রী আয়শা। মৃত হাসানের খালু জামান ভুঁইয়া জানান, হাসানের ছোটবেলায় তার মা ফাতেমা আক্তার ও বাবা মঞ্জু আলাদা হয়ে যায়। হাসানরা দুই ভাই দুই বোন। বাবা মা আলাদা হওয়ার পর থেকে সবাই নানা-নানীর কাছে থাকতো। নানা-নানী মারা যাওয়ার পর পাঁচ মাস ধরে তাদের সঙ্গেই বাসায় থাকে। তিনি জানান, ঘটনার সময় হাসান বাসায় একা ছিল। তার খালা আয়শা মার্কেটে গিয়েছিল। খালাত ভাই আজিজুল ইসলাম সন্ধ্যায় বাসায় এসে বাইরে থেকে দরজায় তালা ঝুলতে দেখে বাইরে অপেক্ষা করতে থাকে। পরে আয়েশা বেগম মার্কেট থেকে এসে তালা ভেঙে ভেতরে গিয়ে হাসানকে গলা কাটা অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়। নিহতের খালু জামান জানান, বাসার ভিতরে সব ভাঙা ছিল। পরে দেখা যায় বাসা থেকে আনুমানিক নগদ ৯০ হাজার টাকা ও আট থেকে নয় ভরি সোনা খোয়া গিয়েছে। তিনি জানান, আমাদের আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে সবাই মিলে কক্সবাজার যাওয়ার কথা ছিল। চুরির উদ্দেশ্যে বাসায় হয়তো রাতে কেউ ঢুকেছিল। হাসান তাদেরকে দেখে ফেলায় তাকে জবাই করে হত্যা করতে পারে আমাদের ধারনা। এদিকে বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে একটি বাড়ির সামনের রাস্তা অজ্ঞাত (২৪) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের জানান, বুধবার রাত ১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোড ১২/১২ বাড়ির সামনের রাস্তায় অজ্ঞাত ওই নারীর মরদেহ দেখে পুলিশ খবর দেয়। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণও এখন জানা যায়নি। এসআই শফিকুল জানান, নিহত নারী ভবঘুরে নয়। তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। অন্যদিকে রাজধানীর বনানীতে বাসা থেকে ডেকে নিয়ে দূর্বৃত্তরা শাকিল (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইয়াসিন হোসেন জানান, শাকিল নামের ওই কিশোর পরিবারের সঙ্গে বনানীর কড়াইল বস্তিতে থাকে। বুধবার গভীররাতে বনানী স্টার কাবাবের পাশে ৪-৫ জন যুবক শাকিলের বুকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে মহাখালি আয়েশা মেমোরিয়াল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষনা করেন। তিনি জানান, এই ঘটনায় নিহতের স্বজনরা বনানী থানা হত্যা মামলা দায়ের করেছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নিহত শাকিলের বাবা জসিম জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলা। কড়াইল বস্তিতে নিজেদের বাড়িতে থাকেন তারা। দুই ভাইয়ের মধ্যে ছোট শাকিল। সে স্থানীয় একটি স্কুলে পড়তো। তিনি জানান, বুধবার রাতে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে। কারা, কি কারণে তাকে খুন করেছে। তা তিনি জানাতে পারেননি।
×