ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষমতায় গেলে ২৫ ফেব্রুয়ারি শোক দিবস পালন করবে বিএনপি : রিজভী

প্রকাশিত: ১৭:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ক্ষমতায় গেলে ২৫ ফেব্রুয়ারি শোক দিবস পালন করবে বিএনপি : রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকান্ডের পুনর্বিচার করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকান্ডের দিন ২৫ ফেব্রুয়ারি শোক দিবস পালন করবে বিএনপি। রিজভী বলেন, ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকান্ড দিবস জাতির জন্য কালো অধ্যায়। তাই এই দিনটিকে শোক দিবস ঘোষণার দাবি জানাচ্ছি। বিএনপি ক্ষমতায় গেলে এই হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত করে পুনর্বিচার করবে। তখন আর ঘটনার নেপথ্যের নায়করা রেহাই পাবে না। রিজভী বলেন, খুলনায় বিএনপির মেয়র প্রার্থীদের পূর্ব ঘোষিত শনিবারের সমাবেশের অনুমতি নিয়ে পুলিশ টালবাহানা করছে। সমাবেশের প্রস্তুতিকালে খুলনা মহানগরীতে পুলিশি হামলা ও হয়রানি শুরু হয়েছে। সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার, এই অধিকারকে বানচাল করে উল্টো সমাবেশ যাতে সফল না হয় এ জন্য পুলিশি হয়রানি ও আক্রমণ চলছে। এ ঘটনার নিন্দা জানাচ্ছি। রিজভী বলেন, খুলনার সমাবেশের ভেন্যুর জন্য পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু মনে হচ্ছে পুলিশ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, জনগন নয়। সমাবেশের প্রস্তুতি নিতে সহায়তার পরিবর্তে সমাবেশকে কেন্দ্র করে পাড়া-মহল্লা-ওয়ার্ডে ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়েছে, বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। রিজভী বলেন, খুলনায় ইতিমধ্যে যুবদল নেতা সুমন, সিরাজুল ইসলাম, আলাউদ্দিন, খায়রুজ্জামান টুকু, হারুন মোল্লা, বিএনপি নেতা শাহজাহান শেখ, জাহিদুল ইসলাম, তাঁতী দল নেতা মাসুম, ছাত্র দল নেতা শামীম আশরাফ, আসাদুজ্জামান আসাদ ও বাবুলসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।
×